About Lesson
মানুষের জীবনের প্রতি ক্ষেত্রেই অর্থের প্রয়োজন। আর ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার কথাতো অর্থ ছাড়া ভাবাই যায় না। অর্থের তহবিলের ব্যবস্থাপনা সম্পর্কেই আমাদের ফিন্যান্স ও ব্যাংকিং।বইয়েরর প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। অর্থায়নের ধারণা ও অর্থায়নের প্রকারভেদ সম্পর্কে জানতে ঘুরে আসতে পারো এ অধ্যায়টি থেকে।